Last Updated:
Erosion panic in Shamsherganj Village: সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকায় ফের অবনতি। যার কারণে এখন চিন্তার ভাঁজ লোহরপুরে। তবে ভাঙন কবলিত এলাকায় দ্রুত গতিতে কাজ চলছে সেচ দফতরের উদ্যোগে। জলস্তর বৃদ্ধির কারণেই এই ভাঙন আতঙ্ক তৈরি হয়েছে।

সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন ।পরিদর্শনে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার
সামশেরগঞ্জ: সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকায় ফের অবনতি। যার কারণে এখন চিন্তার ভাঁজ লোহরপুরে। তবে ভাঙন কবলিত এলাকায় দ্রুত গতিতে কাজ চলছে সেচ দফতরের উদ্যোগে। জলস্তর বৃদ্ধির কারণেই এই ভাঙন আতঙ্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, সেচ দফতরের উদ্যোগে কাজ চললেও ভাঙন আতঙ্ক গিলে খাচ্ছে সকলকেই। এবার এলাকা পরিদর্শনে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। গঙ্গা ভাঙন কবলিত এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন জঙ্গিপুরের এসপি। পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া, ফরাক্কা সাব ডিভিশনের এসডিপিও সেখ সামসুদ্দিন, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশের কর্মকর্তারা।
গঙ্গা ভাঙন কবলিত এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শোনেন অভাব অভিযোগও। গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের সাবধান ও সচেতনতা বার্তাও দেন পুলিশ সুপার। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে রাজ্যে ও জেলাশাসকের কাছে দ্রুত রিপোর্ট পাঠানোর কথাও জানান তিনি।
উল্লেখ করা যেতে পারে, গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই ফের নতুন করে ভাঙ্গন আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এর প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। পুলিশ সুপারকে দ্রুত সমস্যা সমাধানের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তন্ময় মন্ডল
Kolkata,West Bengal
July 22, 2025 6:02 PM IST