পুলিশ জানায়, নিহত শিশুটি ও রাব্বানীর মধ্যে বয়সের প্রার্থক্য থাকলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শিশুটিকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম বলেন, শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, মূলত গাঁজা সেবনের সময় ভাগাভাগি নিয়ে চাকু দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়।