সাভারে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

সাভারে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাকির হাসান: সাভারে নিখোঁজের ৪দিন পর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২১ ডিসেম্বর বিকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার একটি ঘাট থেকে ওই যুবকের ভাসমান অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুদ্র ইসলাম কুষ্টিয়া জেলার হোসাইন এর ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানাই গত চারদিন ধরে ওই যুবক নিখোঁজ ছিল।

শনিবার বিকালে ধলেশ্বরী নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Shoroter Joba

Scroll to Top