সাভারে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

সাভারে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাভারে ট্রাকচাপায় রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হানকি ভাঙ্গার সামনে এঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। রাব্বি হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রগুনাথপুরের রিয়াজ হাওলাদারের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ভোররাতে ঢাকামুখী লেনে ইটভর্তি ট্রাকচাপায় ভ্যানচালক রাব্বি হাওলাদার নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা এসময় ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

অপরদিকে, সাভারের রেডিওকলোনী এলাকায় একটি যাত্রীবাহী বাস কারেন্টের পোলের সাথে ধাক্কা লেগে বেশ কয়েকজন আহত হয়েছে।

GOVT

shoroterjoba

Scroll to Top