ঢাকা, ১৫ নভেম্বর – টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কলেজছাত্র ইমন গুলিতে নিহত হন। ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানা পুলিশ।
আজ শুক্রবার হতে এই রিমান্ড শুরু হয়েছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানিয়েছেন।
তিনি জানান, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। তখন একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গোপালপুর এলাকার কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগষ্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগষ্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। গত ১৪ অক্টোবর ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, আজ শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ নভেম্বর ২০২৪