সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পিছিয়েছে | চ্যানেল আই অনলাইন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পিছিয়েছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা আবেদনের শুনানি দুই মাস পিছিয়েছে।

রোববার ১৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা ছিল।

তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৮ জুলাই আব্দুল কাইয়ুম হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিনে তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলার কার্যক্রম স্থগিত ও জামিন চেয়ে সাবেক বিচারপতি খায়রুল হক ৭ অগাস্ট আবেদন করেন।

গত ১১ অগাস্ট এই বেঞ্চেই খায়রুল হকের জামিন আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। সেদিন আদালত শুনানির জন্য আজকের তারিখ অর্থাৎ ১৭ অগাস্ট ধার্য করেন।

Scroll to Top