সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ সত্যতা পায়নি আদালত

সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ সত্যতা পায়নি আদালত
Nagod
KSRM

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ইউনিএইড কোচিংয়ের পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

তবে মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে আদালত সুত্রে জানা গেছে।

Bkash July

সোমবার (১০ জুলাই) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এর আদালতে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শেষে বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন। এসময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রনির পক্ষে নিযুক্ত আইনজীবী এড. মোশারফ হোসেন জানান, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আনীত দণ্ডবিধির ৩৮৫ ধারার অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন।’

Reneta June

রনির অপর আইনজীবী এডভোকেট জাফর ইকবাল জানান, ‘রাষ্ট্রপক্ষ আজ বিজ্ঞ আদালতে অভিযুক্ত নুরুল আজিম রনি ও নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠনের প্রার্থনা করে। আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধ আনা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পায়নি। তবে মারধরের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করার আদেশ দিয়েছেন আদালত।’

২০১৮ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামে ইউনিএইড কোচিং-এর পরিচালক রাশেদ মিয়াকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

Labaid
Scroll to Top