রাজধানীর নবাবগঞ্জ এলাকা থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তুহিনকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবির একটি বিশেষ দল। ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।
ডিবি জানায়, ফয়সল বিপ্লব ও সাবিনা তুহিন দুজনেই সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও জুলাই আন্দোলনের সময় হত্যা মামলায় সন্দেহভাজন ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে ওই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিবি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলবে।