সাবেক আইজিপিসহ ৬ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে | চ্যানেল আই অনলাইন

সাবেক আইজিপিসহ ৬ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে | চ্যানেল আই অনলাইন

মানবতাবিরোধী অপরাধ ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের পৃথক মামলায় সাবেক আইজিপিসহ ৬ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

;

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন– ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্যা।

অন্যদিকে, জুলাই-আগস্ট সংঘটিত গণহত্যার অভিযোগে মিরপুর জোনের সাবেক এডিসি এম এম মইনুল ইসলাম ও রামপুরায় এক ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহাকে আজ ট্র‍্যাইব্যুনালে হাজির করা হয়।

সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিষয়ে আদেশ দিবেন।

Scroll to Top