কলকাতা: ‘অপেক্ষা করুন! আজই মধ্যরাতে দেখতে পাবেন এবার কী পদক্ষেপ করি।’ রাজ্যপাল শিক্ষামন্ত্রী তরজায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের হুঁশিয়ারি ঘিরে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই এবার ট্যুইট বার্তায় বিস্ফোরক ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী একটি ট্যুইট পোস্ট করে রাজ্যবাসীকে রীতিমতো সতর্ক করেছেন। আর সেই সতর্কবার্তা ঘিরেই শনিবারের বারবেলায় টগবগ করে যেন ফুটছে বাংলার রাজনৈতিক মহল।
রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই ‘তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল’ বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির পরেই ট্যুইট-বার্তায় শহরবাসীকে সতর্ক করলেন ব্রাত্য বসু। ট্যুইটে শিক্ষামন্ত্রী লেখেন “ভারতীয় পুরাণ অনুযায়ী মধ্যরাতেই শুরু হয় রাক্ষস প্রহর।”
Published by:Sanjukta Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bratya Basu, Governor CV Ananda Bose, West Bengal news