চলতি মাসে নেপালে হতে চলা সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লড়বে বাংলাদেশ। আসর সামনে রেখে ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। প্রতিপক্ষ ভারত ও ভুটান। ‘এ’ গ্রুপে লড়বে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।
২১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপর ১টা ৪৫ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে নাম লেখাবে। ২৭ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি লড়াই মাঠে গড়াবে। বিজয়ী দুই দলকে নিয়ে ৩০ তারিখ বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে ফাইনালের লড়াই গড়াবে।
আসর সামনে রেখে শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আসরে অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টা ১৫মিনিটে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। যুবাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহম্মদ রাশেদ আহমেদ।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল:
গোলরক্ষক: মোহাম্মদ আসিফ, সোহানুর রহমান ও ইসমাঈল হোসেন মাহিন।
রক্ষণভাগ: রুস্তম ইসলাম দুখু মিয়া, ইমরান খান (সহ-অধিনায়ক), পারভেজ আহমেদ, রুবেল শেখ, আজিজুল হক অনন্ত, ইউসুফ আলী ও সিরাজুল ইসলাম রানা।
মধ্যভাগ: মইনুল ইসলাম মইন (অধিনায়ক), আকমল হোসেন নয়ন, স্যামুয়েল রাকসাম, চন্দন রায়, মহসিন আহমেদ, ইফতিয়ার হোসেন, সজল ত্রিপুরা ও ইনসান হোসেন।
আক্রমণভাগ: রাজু আহমেদ জিসান, অনিক দেববার্মা সুবান, রাব্বি হোসেন রাহুল, রহমত উল্লাহ জিসান ও আসাদুল মোল্লা।