সাপে কামড়ানোর পর দুই ঘণ্টা ঝাড়ফুঁক, মারা গেল স্কুলছাত্রী | বাংলাদেশ

সাপে কামড়ানোর পর দুই ঘণ্টা ঝাড়ফুঁক, মারা গেল স্কুলছাত্রী | বাংলাদেশ

<![CDATA[

রাজবাড়ীতে সাপের কামড়ে শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দুই ঘণ্টা তাকে ঝাড়ফুঁক করেন স্থানীয় এক কৃষক।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। সে উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো। তার বাবা সিরাজুল উদয়পুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
 

আরও পড়ুন: সিলেটে সাপের উপদ্রব বাড়লেও নেই অ্যান্টিভেনম

শেফার চাচা জহিরউদ্দিন জমাদার বলেন, ‘বিকেল ৫ টার দিকে শেফা বাড়ির সামনের বাথরুমে যায়। সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। এসময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয় পরিবারের সদস্যরা। তারা রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।
 

আরও পড়ুন:সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, সাপে কামড় দেয়ার পর স্থানীয় কৃষক পান্না দুই ঘণ্টা মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন। সাপে কামড় দেয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলে হয়তো মেয়েটি বেঁচে যেত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

]]>

Scroll to Top