বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে এসেছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। শুক্রবার ঢাকায় পৌঁছায় প্রোটিয়া মেয়েদের দলটি।
সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল। আগামী ৬মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে ৮ ও ১১মে বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তিনটি ম্যাচই সকাল দশটায় গড়াবে।
১২মে কক্সবাজার যাবে ইমার্জিং দলের মেয়েরা। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে আগামী ১৪, ১৬ ও ১৮মে খেলবে সিরিজের তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। ১৯মে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে প্রোটিয়া মেয়েরা।