সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে নান্দাইল ইউএনওর খোলা চিঠি

সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে নান্দাইল ইউএনওর খোলা চিঠি

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও সমমনা পরীক্ষা-২০২৫ এর প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে অনুপ্রেরণামূলক খোলা চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

সাড়ে চার হাজার পরীক্ষার্থীকে নান্দাইল ইউএনওর খোলা চিঠিসাড়ে চার হাজার পরীক্ষার্থীকে নান্দাইল ইউএনওর খোলা চিঠি

পাশাপাশি পরীক্ষার উপকরণ হিসেবে উপজেলা প্রশাসনের অর্থায়নে জনপ্রতি ছয়টি করে সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় খোলা চিঠি ও উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও সারমিনা সাত্তার উপজেলার ১৪টি পরীক্ষা কেন্দ্রের প্রধান ও ট্যাগ অফিসারের হাতে পরীক্ষার্থীদের উদ্দেশে এসব চিঠি ও উপকরণ হিসেবে ফাইল, বক্স, স্কেল, কলম, রাবার ও পেন্সিলের প্যাকেট তুলে দেন।

ইউএনওর এ রকম ব্যতিক্রমী উদ্যোগে পরীক্ষার্থীদের কাছে খোলা চিঠিতে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। চিঠির শুরুতেই পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া ও শুভ কামনা করেন তিনি।

এরপর লিখেছেন- ‘তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাইলফলকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছ। এ মুহূর্তে যা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করছে। কঠোর শ্রম নিষ্ঠা একাগ্রতা এবং সততার সাথে এগিয়ে সেই স্বপ্নের পথকে সহজ করবে তোমরা। এ পথে হতাশা ব্যর্থতা এবং গ্লানিকে আঁকড়ে ধরে বসে থাকার কোনো সুযোগ নেই। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সঙ্গে সঙ্গে যে চাপ এবং উত্তেজনা আসে তা অতিক্রম করবে অত্যন্ত ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাসের সঙ্গে। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা এবং সৃষ্টিকর্তার প্রতি একাগ্র সাধনা এ দুইয়ের মিশ্রণে তোমরা এগিয়ে যাবে তোমাদের সফলতার পথে।’

চিঠির শেষে শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন- ‘তোমাদের আগামীর পথচলা হোক ভীষণ আনন্দময়। ভালো ছাত্রছাত্রীর পাশাপাশি তোমরা বেড়ে ওঠো একজন মানবিক মানুষ হিসেবে, বাবা-মায়ের স্বপ্ন পূরণের সারথি হয়ে।’

সভায় মাধ্যমিক ও সমমনা সব প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক সুলতান আহমেদ ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, ইউএনও ম্যাডামের উদ্যোগটি সত্যি ব্যতিক্রম এবং প্রশংসার দাবি রাখে। তার এই চিঠি শিক্ষার্থীদের জীবন গড়তে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। আর এ উদ্যোগটি নান্দাইলে প্রথম।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, মূলত পরীক্ষার্থীরা যাতে তাদের মেধা-শ্রম কাজে লাগিয়ে ভালো পরীক্ষা দিতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে আত্মহননের পথ বেঁচে না নেয়- এ উদ্দেশ্য নিয়েই চিঠি লিখা হয়েছে।

Scroll to Top