সাগরের তীর থেকে… জীনাত রেহানার গানে জীবনের আলো

সাগরের তীর থেকে… জীনাত রেহানার গানে জীবনের আলো

তবে যে গান তাঁকে খ্যাতি আর পরিচিতি এনে দিয়েছিল, সেই গানের সঙ্গে তাঁর শৈশবের স্বপ্নের খুব একটা সম্পর্ক ছিল না। গান ভালো লাগত, শিখতেনও, তবে এর পেছনে নাম, যশ, খ্যাতির কোনো তাড়া ছিল না তাঁর।
গানের প্রতি ভালোবাসা তাঁর পারিবারিক উত্তরাধিকার। মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক। খালা ছিলেন বিখ্যাত কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম। ফরিদা ইয়াসমিনসহ সেই সময়ের খ্যাতিমান শিল্পীদের গানও মনোযোগ দিয়ে শুনতেন জীনাত রেহানা। নিজেও গান গাইতেন। তাঁর সংগীতযাত্রার মোড় ঘুরেছিল বেতারে অডিশন দিতে গিয়ে। অডিশন বোর্ডের সদস্য ছিলেন আবদুল আহাদ ও সমর দাশ। কিশোরী বয়সেই তাঁদের মন জয় করে তালিকাভুক্ত শিল্পী হন জীনাত রেহানা। ১৯৬৪ সাল থেকে শুরু হয় তাঁর বেতারযাত্রা।

Scroll to Top