সাগরিকার জোড়া গোল, শক্তিশালী লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

সাগরিকার জোড়া গোল, শক্তিশালী লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী লাওসকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে লাল সবুজের দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১২৮ নম্বরে, ১০৭ নম্বরে লাওস। ২১ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে দাপট দেখিয়েছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেন মোসাম্মৎ সাগরিকা, অন্যগোলটি করেন মোসাম্মৎ মুনকি আক্তার।

লাওসের ঘরের মাঠে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন সাগরিকা। বিরতির পর আরও দুটি গোল করে বাংলাদেশ। লাওস বাংলাদেশের জালে বল পাঠায় একবার।

৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৮৭ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে ব্যবধান কমান আওনা কিউ উনসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন সাগরিকা। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এইচ গ্রুপের লড়াইয়ে আগামী ৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে এবং ১০ আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

Scroll to Top