এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত সিরিজের পর আর বাংলাদেশ জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা জানিয়েছিলেন, দেশেই ফেরা হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএলের চলতি আসরে দল পেলেও খেলা হচ্ছে না কিংবদন্তি অলরাউন্ডারের। দেশসেরা মহাতারকার না থাকাটা হতাশ করছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক নির্বাচক খালেদ মাহমুদ সুজনকে।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার নিজেদের অনুশীলন শেষে গণমাধ্যমে আলাপকালে সাকিব ইস্যুতে কথা বলেছেন সুজন। সাকিবের বাংলাদেশে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি।
বলেছেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা..। সাকিব সারাজীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষদিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’
‘ওর ৮ মাস (আওয়ামী লীগের সংসদ সদস্য) এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে..। আমার মনে হয় দেশের সব থেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেকে হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি, সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আরকী এটাই।’