‘সাকিব তার দক্ষতা দেখিয়েছেন’ | চ্যানেল আই অনলাইন

‘সাকিব তার দক্ষতা দেখিয়েছেন’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আগের দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে জ্বলে উঠেছেন টাইগার অলরাউন্ডার। তার ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ। ডাচদের হারানোর পথে বোলাররা বাকী কাজটা করেছেন। নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথ আরও সহজ করেছে টিম টাইগার্স। কিংসটনে সাকিবকে রানে ফিরতে দেখে উৎফুল্ল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ৮ উইকেটে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে সাকিবের পারফর্ম নিয়ে শান্ত বলেছেন, ‘শেষ কয়েকটা ইনিংসে তিনি রানের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আজ তার দক্ষতা দেখিয়েছেন।’

দলের পারফর্ম নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বলেছেন, ‘দলের সবাই নিজেদের প্রমাণ করেছে। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটারদের জন্য খুব কঠিন ছিল কিন্তু তারা দুর্দান্ত খেলেছে। আমরা জানি মোস্তাফিজ কতটা দক্ষ। এছাড়া চাপের মুখেও ভালো বোলিং করেছে রিশাদ। আমার মনে হয় সব বোলারই ভালো করেছে।’

Scroll to Top