এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় দলে দীর্ঘদিন ধরে নেই তামিম ইকবাল। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর নেই সাকিব আল হাসানও। জাতীয় দলে দুই তারকার ফেরার বিষয়টি এখনও অস্পষ্ট। তবে দুজনের কেউই অবসর না নেওয়ায় জাতীয় দলে তাদের জন্য পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
হাইব্রিড মডেলে আগামী বছর ফেব্রুয়ারিতে গড়াতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই তারকা থাকবেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি। শনিবার মিরপুরে বোর্ড সভার পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও জানিয়েছেন পথ খোলা থাকার কথা।
‘সাকিবের ইস্যুটা পুরোপুরি আলাদা ব্যাপার। এটা নতুন কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন আসলে সাকিব বলবে যে, সে বিপিএল খেলবে কি না। আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো তথ্য নেই সাকিবের ব্যাপারে।’
‘তামিমের ব্যাপারে নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। এখনও কোনো আলাদা পলিসি নেই। কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের ক্ষেত্রে সাকিব, তামিমের নামও বিবেচনায় থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সম্ভাবনার কথা শোনালেন ফারুক আহমেদ। বলেছেন, ‘আমি আগেই যে কথাটা বলে দিলাম, যদি কোনো ক্রিকেটার অবসর নিয়ে না থাকে, অবশ্যই সে নির্বাচনের জন্য অ্যাভেইলেবল থাকবে।’