সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ সময় পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। এর মাঝেই অবশ্য সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্নে মুখোমুখি হয়েছেন তিনি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ব্রডকাস্টার চ্যানেলের সঙ্গে কথা বলেছেন ফখরুল। সেখানে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন তিনি। এক পর্যায়ে সাকিব আল হাসানের প্রসঙ্গও আসে।

মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফেরা হয়নি তার। সবশেষ পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮বর্ষী সাকিবের। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তা আর হয়ে উঠেনি, মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাকে। আপাতত বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।

Scroll to Top