সাকিবের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে | চ্যানেল আই অনলাইন

সাকিবের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুম্যাচ শেষে তার দলের অবস্থান একটি করে জয় ও হারে পয়েন্ট টেবিলের চারে। প্রথমবার গ্লোবাল লিগে নেমে ব্যাটে-বলে জ্বলে উঠে পরের ম্যাচেই অবশ্য সুবিধা করতে পারেননি টাইগারদের কিংবদন্তি অলরাউন্ডার। রাত পোহাতেই, সোমবার ভোর ৫টায় আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে সাকিবের দুবাই।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ক্যাপিটালসরা মুখোমুখি হবে গায়ানা আমাজন ওয়ারিওর্সের। গায়ানা জয়ে আসর শুরু করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স কাছে হেরেছে।

দুবাইয়ের আসর শুরু দুর্দান্ত জয়ে। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দলটিকে প্রথম জয় এনে দেয়। ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব, একপ্রান্ত আগলে রেখে সাত চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের সর্বোচ্চ রান ছিল সেটি। যাতে ভর করে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ১৬৬ রানের লক্ষ্য দেয় দুবাই। পরে ৪ ওভারে ১৩ রান খরচায় ৪ উইকেট নেন সাকিব। এক ওভার মেডেনও আদায় করেন। ১৪৩ রানে শেষ হয়ে যায় ডিস্ট্রিকসের ইনিংস। ২২ রানে জয় পায় সাকিবের দল। ম্যাচসেরা হন টাইগার তারকা।

দ্বিতীয় ম্যাচে অবশ্য ভালো করতে পারেরনি সাকিব। হোবার্ট হ্যারিকেনসের কাছে হেরে যায় তার দলও, ৭ উইকেটে। প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করেছিল দুবাই। এক ছক্কায় ১০ বলে সাকিব করেন ৭ রান। পরে ৪ ওভারে ৩৪ রান খরচ করে উইকেটের দেখা পাননি।

Scroll to Top