গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ করেছিলেন সাকিব আল হাসান। পরের দুটি ম্যাচে আলো ছড়াতে পারেননি কোনো বিভাগেই। রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে ভালো করেছেন টাইগার অলরাউন্ডার। মিতব্যয়ী বোলিংয়ে উইকেটও পেয়েছেন একটি। তবে ব্যাটে ব্যর্থ হয়েছেন। সাকিবের আলো ছড়াতে না পারার দিনে তার দল দুবাইকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালের টিকিট কেটেছে রংপুর।
গায়ানায় টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর। জবাবে নেমে ১৯.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায দুবাই ক্যাপিটালস। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি। জয়ে শুরুর পর টানা তিন হারে আসর থেকে বিদায় নিল সাকিবের দুবাই ক্যাপিটালস।
আগে ব্যাটে নামা রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেছেন ইফতেখার আহমেদ। ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪২ রান করেন। ৪ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করেন সৌম্য। শেষ দিকে তাণ্ডব চালান অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৩৪ রান করেন।
দুবাইয়ের হয়ে সাকিব ৪ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন।
রানতাড়ায় নেমে দুবাইয়ের সর্বোচ্চ রান আসে সেদিকউল্লাহ অটলের ব্যাট থেকে। ৩১ বলে ৩৮ রান করেন তিনি। ২২ বলে ২৭ রান করেন সঞ্জয় কৃষ্ণামূ্র্তি। ১৬ বলে ২২ রান করেন ডমিনিক ড্রাকেস, ৮ বলে ১৮ রান করেন কাইস আহমেদ। আর সাকিব ৭ বলে ৩ রান করেন।
রংপুরের হয়ে বল হাতে দারুণ করেন সাইফ আহমেদ। ৩ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন। ৩.২ ওভারে ১৪ রান দিয়ে খালেদ নেন ২ উইকেট।