সাকিবদের পাশে আসিফ আকবর

সাকিবদের পাশে আসিফ আকবর
সাকিবদের পাশে আসিফ আকবর

প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা নেদারল্যান্ডসের কাছে কোলকাতায় শেষ ম্যাচে বাংলাদেশ হারল ৮৭ রানে। দেশের ক্রিকেটের এমন ভরাডুবিতে রীতিমতো অবাকই হয়েছে সবাই। কেউ তো অধিনায়কের দিকে তুলছেন, কেউবা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্টকে। অভিমান, হতাশা ভুলে গিয়ে ভক্ত-সমর্থকদের দেশের ক্রিকেটের পাশে থাকার আহ্বান জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজের প্রিয় ক্রিকেটার সাকিবকে রাখলেন আগলে। 

এবারের ভারত বিশ্বকাপে ব্যাট হাতে অধিনায়ক সাকিবের সময়ও ভালো যাচ্ছে না। তার হতাশাজনক পারফরম্যান্সের সাথে চলছে দলের একের পর এক বিপর্যয়। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবের দল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন। তবুও অধিনায়কের বিশ্বাস, তার দল শেষটা অন্তত ভালো করবে।

অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক, সাকিব এসব দেখছেন স্বাভাবিকভাবেই। স্বপ্নের মতো করে ২০১৯ বিশ্বকাপ কাটানো সাকিব ২০২৩ বিশ্বকাপে ছড়াতে পারছেন না তার চেনা আলো। বল হাতে পারফর্ম করেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে। আর ব্যাটিংয়ে বলার মতো ৪০ রানের ইনিংস নিউজিল্যান্ড ম্যাচে। বাকি ম্যাচগুলাতে সাকিব যেন নিষ্প্রভ, ঘুরছেন ব্যর্থতার বৃত্তে। তাই ভক্তদের সমালোচনা সহজেই কাঁধে তুলে নিচ্ছেন সাকিব। 

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার অফিসিয়াল ফেসবুক পেইজে সাকিব আল হাসানের সাথে এক ছবি শেয়ার করে লিখেন,

‘একজন বেসিক ক্রিকেটার হিসেবে ক্রিকেটকে ভালবাসি, প্রাণে ধারন করি। গৌরবময় অনিশ্চয়তা এবং ভদ্রলোকের খেলা ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই সবসময় দলের খবর রাখি। আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাওয়া ছিল দেশের ক্রিকেটের জন্য এক গৌরবময় অধ্যায়।

সাকিব আল হাসানকে চিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই। বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র তার পারফরমেন্স দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজের স্বকীয় অবস্থান তৈরী করেছেন। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দূঃসময়েও দেশের ক্রিকেটের সাথেই ছিলাম, সুসময়ে পুরো দেশবাসী উপভোগ করেছি প্রতিটি জয়ের আনন্দ। ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়। বরেণ্যদের খাটো করে সমৃদ্ধ ইতিহাস তৈরী হয়না। বাংলাদেশে সাকিব আল হাসান তেমনি একজন ফ্রন্টলাইনার। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার…

শুভকামনা সাকিব আল হাসান। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দল। পরিস্থিতি যেমনই হোক সঙ্গে আছি সবসময়, প্রানপণে লড়ে যাও। আসুন সব বিভেদ ভুলে দেশের ক্রিকেটের সঙ্গেই থাকি। ভালবাসা অবিরাম…”

Scroll to Top