বড় জয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিক যুবাদের ১৩০ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
বেনোনিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ যুব দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮৫ রান তোলে লাল-সবুজের দল। জবাবে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।
প্রোটিয়া যুবাদের বিপক্ষে ফিফটি পেয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার। সর্বোচ্চ ৭০ রান করেন। ৬১ বলের ইনিংসটিতে ছিল ৯ চার ও ২ ছক্কার মার। ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ বলে ৬৩ রান করেন রিজান হোসেন। মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকেও আসে ৬৩ রান। ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। এছাড়া আজিজুল হাকিম তামিম করেন ৪৮ বলে ২৬ রান।
প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন বাসন। জেসন রাওলেস ও বেন্ডলি এমবাথা নেন একটি করে উইকেট।
রানতাড়ায় নেমে টাইগার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক যুবারা। মোহাম্মদ বুলবুলিয়া একপ্রান্ত আগলে রাখলেও দ্রুত উইকেট হারায় তারা। প্রোটিয়া অধিনায়ক চারটি চার ও তিন ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন। বাকিদের মধ্যে দুজন কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। পল জেমস ১৪ বলে ২৪ রান এবং ড্যানিয়েল বসম্যান ৩৭ বলে ১৭ রান করেন।
টাইগার বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ৩ উইকেট নেন। আজিজুল, রিজান ও দেবাশীষ দেবা নেন একটি করে উইকেট।