‘সাইয়ারা’ সিনেমার সাফল্যে অসাড় আহান পান্ডে ও অনীত পড্ডা

‘সাইয়ারা’ সিনেমার সাফল্যে অসাড় আহান পান্ডে ও অনীত পড্ডা

চারদিকে চলছে বলিউডের নতুন জুটি আহান পান্ডে এবং অনীত পড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’র জয়জয়কার। রীতিমত এই সিনেমার জ্বরে আক্রান্ত সবাই। চারদিকে দুই অভিনেতাকে নিয়ে পড়ে গেছে ধন্য ধন্য।

‘সাইয়ারা’ সিনেমার সাফল্যে অসাড় আহান পান্ডে ও অনীত পড্ডা‘সাইয়ারা’ সিনেমার সাফল্যে অসাড় আহান পান্ডে ও অনীত পড্ডা

মূলত এই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ‘জেন-জেড’ প্রজন্মকে ঘিরে। সাধারণ দর্শক থেকে শুরু করে বলিউডের বাঘা বাঘা অভিনেতা, নির্মাতারা এই সিনেমার প্রশংসায় প্রঞ্চমুখ, সেই সাথে এই নতুন জুটিও প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন।

এই যখন অন্যদের অবস্থা, তখন আহান এবং অনীতের কী অবস্থা? এই সিনেমার নির্মাতা মুহিত সুরি দিলেন সেই খবর। তিনি জানিয়েছেন, সিনেমার এত এত সাফল্যে তারা দুজন অসাড় হয়ে গেছেন! মানে কী বলবেন, কী করবেন, তাই বুঝে উঠতে পারছেন না!

জানা গেছে, সিনেমার সাফল্য উদযাপন এবং কিছুটা বিরতি নিতে তারা দুজন বিদেশে অবস্থান করছেন। তারা দুজন এখনও এই অসাধারণ ঘটনা ঘটে যাওয়ার মাত্রা বুঝতে পারছেন না।

মুহিত সুরি বলেন, ‘তারা একদম অসাড় হয়ে গেছেন! এমন একটা ঘটনা ঘটবে, তারা ভাবতেও পারেননি। এটা তাদের প্রথম ছবি। যে ভালোবাসার ঝরনা ঝরে পড়ছে তাদ্র ওপর, তা অবাস্তব তাদের কাছে। তারা এখন দেশে নেই। তাদের কিছুক্ষণের জন্য স্বাভাবিক জীবন যাপন করতে দিন। যখন তারা ফিরে আসে, তখন আবার কাজে ফিরবে।’

বলিউডের সবচেয়ে আইকনিক প্রেমের গল্প তৈরির জন্য পরিচিত মোহিত সুরি বলেন, ‘একবার সকালে, একবার রাতে আমি তাদের সঙ্গে কথা বলি।’

তিনি হেসে বলেন, “তারা আমাকে ভিডিও পাঠাতে থাকে। তারা খুব খুশি, তারা এতটা স্বীকৃতি পাচ্ছে। তাদের জন্য প্রতিটি দিনই নতুন এখন। তারা তাদের বর্তমান মুহূর্তটি আমার সঙ্গে ভাগ করে নিতে চায়। আমাকে জিজ্ঞাসা করে, ‘তুমি এখানে কেন নেই?’ এটা খুবই মিষ্টি একটি ব্যাপার আমার জন্য।”

অমিতাভের থেকেও সফল ছিলেন মিঠুন, দাবি অন্যতম জনপ্রিয় প্রেক্ষেগৃহের কর্ণধারের

বোঝাই যাচ্ছে নির্মাতা নিজেও সময়টা খুব উপভোগ করছেন। তাছাড়া, তরুণ দর্শকরা ছবিটি যেভাবে লুফে নিয়েছেন তা তাকে অভিভূত করেছে।

বলা প্রয়োজন, ‘সাইয়ারা’সিনেমায় মোহিত সুরি কেবল একটি প্রেমের গল্প তৈরি করেননি। তিনি একটি প্রজন্মকে মনে করিয়ে দিয়েছিলেন যে, ‘নিজের পতন হওয়াটা কী অনুভুতি দেয় বা কতটা কঠিন ও কষ্টের। আর এ থেকে উত্তরণের পথইবা কী।

সূত্র: এনডিটিভি

Scroll to Top