যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হিন্দি সিনেমা সাইয়ারা মুক্তির দুই দিনের মধ্যেই রেকর্ড আয় করে বলিউড বক্স অফিসে চমক সৃষ্টি করেছে। নতুন দুই মুখ আহান পান্ডে ও অনীত পড্ডার অভিনয়ে তৈরি এই সিনেমাটি ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ট্রেলার, গান আর নতুন মুখেই আগ্রহ
মুক্তির আগেই ট্রেলার ও গান, সঙ্গে নতুন দুই মুখের উপস্থিতিতে আলোচনায় উঠে আসে সাইয়ারা। দর্শকের প্রত্যাশা অনুযায়ী সিনেমাটি হলে মুক্তির পর তা পরিণত হয় বাস্তবে।
দুই দিনে আয় ৪৬.৬৩ কোটি রুপি
স্যাকনিল্কের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, সাইয়ারা মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৫.৬৩ কোটিতে। সবমিলিয়ে মাত্র দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬.৬৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি ৬৫ লাখ টাকা)।
বাজেট তুলেই লাভের পথে
৪৫ কোটি রুপি বাজেটের সাইয়ারা ইতিমধ্যেই নিজের খরচ উঠিয়ে ফেলেছে এবং এখন লাভের পথ ধরেছে। নতুন দুই মুখকে নিয়ে নির্মিত হওয়া সত্ত্বেও সিনেমাটি প্রথম দিকেই বিপুল সাফল্য অর্জন করেছে।
বলিউডে চতুর্থ অবস্থান
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয় অনুযায়ী সাইয়ারা রয়েছে চতুর্থ স্থানে। এই তালিকায় উপরের দিকে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।
নতুনদের জন্য বড় মঞ্চ
আহান পান্ডে এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক করলেন। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইপো। অনীত পড্ডার জন্য সাইয়ারা একটি বড় সুযোগ, যদিও তিনি আগেও কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন’-সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন।
নতুন মুখ, শক্তিশালী প্রচারণা ও যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তিপ্রাপ্ত সাইয়ারা মুক্তির মাত্র দুই দিনেই ৪৬.৬৩ কোটি রুপি আয় করে প্রমাণ করেছে—সঠিক পরিকল্পনা আর কনটেন্ট থাকলে নতুনরাও বড় সাফল্য পেতে পারে। বক্স অফিসে চতুর্থ অবস্থানে থাকা এই সিনেমা এখন আরও আয়ের দিকে এগোচ্ছে।
লুকিয়ে ভিডিও ধারণ করায় লন্ডনের রাস্তায় ভক্তের উপর চড়াও অক্ষয়
জেনে রাখুন-
১. সাইয়ারা সিনেমাটি কবে মুক্তি পেয়েছে?
সাইয়ারা ১৮ জুলাই ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
২. সাইয়ারা সিনেমার প্রথম দিনের আয় কত ছিল?
প্রথম দিনে সাইয়ারা আয় করেছে ২১ কোটি রুপি।
৩. সাইয়ারা সিনেমায় কারা অভিনয় করেছেন?
সিনেমাটিতে অভিনয় করেছেন নতুন দুই মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা।
৪. সাইয়ারা সিনেমার বাজেট কত ছিল?
সাইয়ারা সিনেমার মোট বাজেট ছিল ৪৫ কোটি রুপি।
৫. সাইয়ারা সিনেমা বক্স অফিসে কোন অবস্থানে রয়েছে?
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয় অনুযায়ী সাইয়ারা রয়েছে চতুর্থ স্থানে।