‘সাইয়ারা’র পর আলোচনায় শাজিয়ার ‘ধড়ক ২’, কী আছে এই সিনেমায়

‘সাইয়ারা’র পর আলোচনায় শাজিয়ার ‘ধড়ক ২’, কী আছে এই সিনেমায়

মুক্তির পর সিনেমাটি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ। তিনি এটিকে তুলনা করেছেন গুরু দত্ত ও রাজ কাপুরের সিনেমার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ লিখেছেন, ‘আজকাল নির্মাতারা সামাজিক বাস্তবতা নিয়ে মূলধারার সিনেমা বানানোর কথা যেন ভুলেই গেছেন। এই ছবিতে এমন এক গল্প উঠে এসেছে, যা আমরা প্রতিদিনের জীবনে এড়িয়ে যাই। অথচ মূলধারার সিনেমা তো এমনই হওয়ার কথা ছিল। রাজ কাপুর, বিমল রায়, গুরু দত্ত, কে এ আব্বাস, বি আর চোপড়া, যশ চোপড়ার মতো কিংবদন্তি নির্মাতারা এভাবেই কাজ করতেন। আমরা যেন সেই ধারা হারিয়ে ফেলেছি। এখন সামাজিক বার্তাবাহী সিনেমাগুলো শুধু স্বাধীন শৈল্পিক ধারার সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ। কিন্তু তামিল সিনেমা, এমনকি দক্ষিণের অনেক ছবিই এখনো এই চর্চা ধরে রেখেছে।’

Scroll to Top