সাইয়ামি দুই মাঠের যোদ্ধা

সাইয়ামি দুই মাঠের যোদ্ধা

ক্রিকেট, ব্যাডমিন্টন, সাইক্লিং, অ্যাথলেটিকস বা যে খেলাই হোক, দক্ষতা দেখিয়েছেন সাইয়ামি। ছোটবেলা থেকেই খেলাধুলা তাঁর জীবনের অংশ। তাঁর পরিবারও খেলাধুলাপ্রেমী। বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে মা উত্তরা খের ১৯৮২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন, আর বাবা অদ্বৈত খের মডেল ছিলেন। সব মিলে পারিবারিক ঐতিহ্যই আজকের সাইয়ামিকে গড়ে তুলেছে।

Scroll to Top