সাইকেলে করে পুরুলিয়া থেকে রাশিয়া! ‘স্বপ্নের রাস্তায়’ জঙ্গল মহলের যুবক

সাইকেলে করে পুরুলিয়া থেকে রাশিয়া! ‘স্বপ্নের রাস্তায়’ জঙ্গল মহলের যুবক

সাইকেলে করে পুরুলিয়া থেকে রাশিয়া! ‘স্বপ্নের রাস্তায়’ জঙ্গল মহলের যুবক
young man traveled from Purulia to Russia by bicycle: সাইকেল চালিয়ে আপনি কতদূর যেতে পারবেন বলে মনে হয়? যারা নিয়মিত সাইকেল চালান তারা দশ থেকে কুড়ি কিলোমিটার অনায়াসে চালিয়ে নেবেন। কেউ কেউ আবার মাঝের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাইকেলে ভ্রমণ করছেন বিশেষ কোনও বার্তা ছড়িয়ে দিতে কিম্বা কোনও সামাজিক কারণে। এবার পুরুলিয়ার যুবক সাইকেলে করে পারি জমাল রাশিয়া।

Scroll to Top