সাংস্কৃতিক সমাবেশে নারী ও প্রকৃতি নিপীড়নের প্রতিবাদ

সাংস্কৃতিক সমাবেশে নারী ও প্রকৃতি নিপীড়নের প্রতিবাদ

সংহতি জানিয়ে বক্তব্য এবং ফাঁকে ফাঁকে প্রতিবাদী গান, আবৃত্তি, মূকাভিনয় ও নারী নির্যাতনবিরোধী নাটক দিয়ে সাজানো হয়েছিল এই সাংস্কৃতিক কর্মী সমাবেশের কার্যক্রম। এতে গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বলেন, পান্থকুঞ্জের এই চিলতে পরিমাণ সবুজ ছিল এই এলাকার ফুসফুসের মতো। উন্নয়নের নামে তা ধ্বংস করা হচ্ছে।

কাব্যনাটক বৃক্ষ সম্মেলন থেকে আবৃত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বটতলার নাট্যকার সামিনা লুৎফা বলেন, ‘একটা গাছের সঙ্গে পাখি, কীটপতঙ্গসহ কত ধরনের প্রাণবৈচিত্র্যের নিবিড় সংযোগ থাকে, তা আমরা অনুভব করি না। তাদের প্রাণকে আমরা মূল্যবান ভাবি না। এই মনোভাবের পরিবর্তন করতে হবে।’

Scroll to Top