‘সাংবাদিক নয়, অপরাধীদের জন্য সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা করা হয়েছে’

‘সাংবাদিক নয়, অপরাধীদের জন্য সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা করা হয়েছে’

‘সাংবাদিক নয়, অপরাধীদের জন্য সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা করা হয়েছে’

সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি, এটা অপরাধীদের জন্য করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সম্মেলনে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, এই ধারায় কোনো সাংবাদিককে হয়রানি করার সুযোগ নেই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয় আইনে নির্ধারণ করা আছে।

এ সময় ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য ব্রডকাস্ট কমিশন গঠন করার পরামর্শ দেন আনিসুল হক। জানান, এ বিষয়ে সরকার সহযোগিতা দেবে। আর জাতীয় সম্প্রচার নীতিমালা যাতে দ্রুত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

/এমএন

Scroll to Top