গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে ।
আজ শুক্রবার ৮ আগস্ট সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের গাজীপুর স্টাফ রিপোর্টার। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে বসবাস করতেন।
বৃহস্পতিবার ৭ আগস্ট রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে ফুটপাত ধরে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ জুম্মার পরে জানাজা হয়য় গাজীপুরে। পরে তাকে নিজ জেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। ফুলবাড়িয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম।