সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন? | চ্যানেল আই অনলাইন

সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন? | চ্যানেল আই অনলাইন

টটেনহ্যাম হটস্পারের সাথে ১০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সন হিউং-মিন। সাউথ কোরিয়ান তারকার পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে। বেশি আসছে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির নাম। মার্কিন ফুটবলে খবর, সনের মূল্য ছাড়িয়ে যেতে পারে এমএলএসের রেকর্ড দলবদলের খাতায়।

৩৩ বর্ষী কোরিয়ান তারকাও আমেরিকার লিগে যেতে প্রস্তুত, বলছে ইংলিশ গণমাধ্যম। লস অ্যাঞ্জেলেস তাকে নিতে ২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় তিনশ কোটির বেশি খরচে বাজি।

মেজর লিগের ইতিহাসে সর্বোচ্চ খরচের ইতিহাস ২২ মিলিয়ন মার্কিন ডলারের, আইভোরি কোস্টের ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাট ল্যাথকে নিতে এত অর্থ ঢেলেছিল আটলান্টা ইউনাইটেড এফসি। গত শীতকালীন দলবদলে ইংলিশ দ্বিতীয় সারির দল মিডলসব্রো এফসি থেকে ২৬ বর্ষী ফরোয়ার্ড আসেন আটলান্টায়।

টটেনহ্যাম ছেড়ে দেয়া সনের সামনে হাতছানি সেই রেকর্ড ভেঙে মেজর লিগে দলবদলের নতুন রেকর্ড গড়ার। তিনি টটেনহ্যামে টানা ১০ বছর খেললেন। ২০১৫তে বেয়ার লেভারকুসেন থেকে ২৯.৮ মিলিয়ন মার্কিন ডলারে টটেনহ্যামে এসেছিলেন। স্পারদের হয়ে ৪৫৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৭৯টি, গোল করিয়েন ১০১টি। তিনি টটেনহ্যামের সর্বকালের সেরাদের একজন।

Scroll to Top