ইতিহাসের সেরা ফুটবলার কে?
এই প্রশ্নের জন্মও যেমন আজ নয়, তেমনি উত্তরও সহজ না। যুগের পর যুগ প্রশ্নটির উত্তর খোঁজা হচ্ছে। চলছে যুক্তি–তর্ক। এর যেন শেষ নেই। কেউ কেউ অবশ্য নিজের মতো করে এ বিতর্কের শেষ টেনে দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোই যেমন কিছুদিন আগে স্পেনের সংবাদকর্মী এদুয়ার্দো আগুয়েরেকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, তিনিই ইতিহাসের সেরা ফুটবলার।
রোনালদো দাবি করেছিলেন, তিনিই ইতিহাসের সবচেয়ে ‘পরিপূর্ণ’ (কমপ্লিট) খেলোয়াড়, ‘ফুটবলে আমি সবকিছু করি; হেডে ভালো, ফ্রি কিকেও, বাঁ পায়ে ভালো, দ্রুত, শক্তিশালী, লাফাতেও পারি। আমিই সবচেয়ে পরিপূর্ণ। আমার চেয়ে ভালো আর কাউকে দেখিনি।’