রোববার গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় লড়াইয়ের সবকিছু। ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
১৮.১০
সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ফর্মে নেই লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলে কোনো রান করতে পারেননি। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও আউট হয়েছেন ৬ রানে। তাতে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, লিটনের আত্মবিশ্বাস তলানিতে। তবে লিটনের প্রতিই আস্থা রাখছেন তিনি।