সরকার পতনের এক দফা দাবিতে বগুড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা

সরকার পতনের এক দফা দাবিতে বগুড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা

কায়সার কামাল বলেন, ‘একমাত্র শেখ হাসিনার আইনজীবী ছাড়া দলমতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের আইনজীবীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। ইউএলএফের নেতৃত্বে আইনজীবীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়াও ভোটাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আইনজীবীরা ঘরে ফিরে যাবেন না।’

এম মাহবুব উদ্দিন বলেন, ‘বিচার বিভাগের কাছে দেশের সাধারণ মানুষ ন্যায়বিচারের আশায় আসেন। কিন্তু কিছুসংখ্যক বিচারক যখন বলেন, “আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ”, তখন বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা থাকে না।’ ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, দেশের বিচার বিভাগের ওপর সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। যত দিন পর্যন্ত সরকারের পতন না হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা চালু না হয়, তত দিন পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বেন না।

Scroll to Top