ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে কার্যক্রম বন্ধ থাকলেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি সেবা চালু রাখার কথা জানিয়েছেন মেয়রের দায়িত্ব বুঝে পেতে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার টালবাহানা করে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নগরবাসীর দুর্ভোগ চলছে। তাই জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সাথে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান ইশরাক হোসেন।