সরকারে কারো কোনো জবাবদিহিতা নেই, ফলে দুর্নীতি বেড়েছে বহুগুণে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচার সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার সংস্কারের চেষ্টা করছে। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সংস্কার তো রাতারাতি হয় না। সংস্কারটা মানুষের জন্য। সুতরাং এই মানুষের মন-মানসিকতায় তো একটা পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো।
একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আগে এক লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত, এখন তা করতে ৫ লাখ টাকা লাগে। পুলিশ দায়িত্ব এড়িয়ে চলছে। চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে হবে।