সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো সাত কলেজের শিক্ষার্থীরা | চ্যানেল আই অনলাইন

সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো সাত কলেজের শিক্ষার্থীরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণার একদিন পর সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ২৮ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নিজেদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা।

বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের ৬ দফা দাবির প্রথম দিকের একটি দাবি গতকাল মেনে নেয়া হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছিলাম। বাকি ৫ দাবির জন্য গতকাল সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

তিনি বলেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে। আমরা আমাদের আল্টিমেটাম প্রত্যাহার করছি। কারণ, আমাদের ছয় দফা দাবির বেশিরভাগই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা শুনেছেন।

GOVT

যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

Scroll to Top