সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত ঐক্যফোরাম। গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। এরমধ্যেই রোববার সন্ধ্যায় অধ্যাদেশ জারি করার পর তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচিতে যান তারা।