সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

বাংলাদেশের সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা এ দাবিতে শাহবাগে ব্লকেড করলে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়। যতক্ষণ পর্যন্ত পিএসসিতে সংস্কারের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করবেন বলে ঘোষণা দেন মিছিল থেকে।

এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।

Scroll to Top