সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকবে আমাদের বন ও বন্যপ্রাণী | চ্যানেল আই অনলাইন

সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকবে আমাদের বন ও বন্যপ্রাণী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুর্গম পাহার চা-বাগান এবং এর ভিতরে থাকা খাসিয়া পল্লীগুলোতে প্রায়ই বিভিন্ন বন্য প্রাণী ও পাখি শিকার হয়। ক‌য়েক‌দিন আ‌গেও বন্য খরগোশ শিকারের খবর শোনা যায়। তার কিছুদিন পর ছবিসহ তথ্য আসে সজারু শিকারের। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও এলাকাবাসীর উ‌দ্যেগে সর্বস্তরের লোকজনকে নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা আ‌য়োজন শ্রীমঙ্গ‌লের নাহার চা বাগা‌নে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ মৌলভীবাজারের উদ্যোগে বুধবার ( ১৮ ডি‌সেম্বর) বিকালে অনু‌ষ্ঠিত স‌চেতনতামূলক সভায় উপ‌স্থিত ছি‌লেন বন সংরক্ষক ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা জনাব ড. জাহাঙ্গীর আলম, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মাদ খান, নাহার চা বাগানের ম্যানেজার সজল ইবাদ ও  টিম এসইডব্লিউসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম প্রতি‌বেদক‌কে বলেন,  এই রকম সভা, মত‌বি‌নিময় আমরা শুরু ক‌রে‌ছি এবং তা চলমান থাক‌বে। আমরা আশাক‌রি, সক‌লে স‌চেতন হ‌লেই প্রাণ প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালবাসা জেগে উঠ‌বে। সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাক‌বে আমাদের বন ও বন‌্য প্রাণী।

GOVT

Shoroter Joba

Scroll to Top