সম্পর্কের ভিত মজবুত করতে যা করবেন

সম্পর্কের ভিত মজবুত করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু সম্পর্ক ভাঙতে এক মুহূর্তও লাগে না। অথচ যত দিন যাচ্ছে আমাদের মধ্যে ব্রেকআপ, ডিভোর্সের ঘটনা সাধারণ হয়ে উঠছে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকেই এগিয়ে আসতে হয়।

সম্পর্কের ভিত মজবুত করতে যা করবেনসম্পর্কের ভিত মজবুত করতে যা করবেন

দুটি মানুষ যেহেতু আলাদা, তাদের পছন্দ-অপছন্দও ভিন্ন হওয়া স্বাভাবিক। একসঙ্গে থাকতে গিয়ে অনেক সময় এই ধরনের বিষয়গুলো সম্পর্কে চিড় ধরায়। আবার ছোটখাটো ভুলভ্রান্তিও বড় আকার ধারণ করে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এই ৪ বিষয় আপনাকেও মাথায় রাখতে হবে।

কোনো কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হতেই পারে। কিন্তু সঙ্গীকে কখনোই অসম্মান করে কথা বলবেন না। এমনকি চিৎকার করে কথা বলবেন না। ধীরেসুস্থে কথা বলুন। নিজের কথা বোঝানোর এবং সঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন।

সঙ্গীর অনেক বিষয়ই আপনার অপছন্দ হতে পারে। কিন্তু তার মানে সঙ্গী আপনার জন্য ‘পারফেক্ট’ নয়, তা কিন্তু না। আপনাদের দুজনকেই একে-অন্যের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দিতে হবে। এতে সম্পর্কে কম জটিলতা তৈরি হবে।

মনের মধ্যে রাগ-অভিমান পুষে রাখবেন না। সঙ্গীর সঙ্গে খোলা মনে কথা বলুন। সমস্যা তৈরি হলে আলোচনা করুন। এতে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং সম্পর্কের ভিত মজবুত হবে।

বেতনের ক্ষেত্রে সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত: শফিকুল আলম

ঝগড়া-ঝামেলার সময় পুরনো কথা টেনে এনে অশান্তি বাড়াবেন না। এমনকি আপনার পার্টনার আপনাকে বিশ্বাস করে যদি কোনো কথা বলেন, সেটাও রাগের মাথায় বলে ফেলবেন না। এতে সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস ভেঙে যাবে। আর বিশ্বাস ভাঙলে সম্পর্কের ভিতও নড়বড়ে হয়ে যায়।

সূত্র : এই সময়

Scroll to Top