সমতল আদিবাসীদের আলাদা মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন দাবি | বাংলাদেশ

<![CDATA[

সমতল আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশনের দাবিতে রংপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড অশোক সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুরের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক সন্তোষ সিং।

সংগঠনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ বিমল খালকোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।

আরও পড়ুন: দিনাজপুরে ৩৭০ জন আদিবাসী পেলেন ২২ লাখ টাকা

সম্মেলনে বক্তারা বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি জবরদখল করে চলেছে। তাই সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেহাত হওয়া জায়গা-জমি পুনরুদ্ধার ও ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বাধীন ভূমি কমিশন ও আলাদা মন্ত্রণালয় গঠন জরুরি হয়ে পড়েছে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন– পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আগোস্টিন মিনজি, মিঠাপুকুর উপজেলা কমিটির সভাপতি মাস্টার মোহনলাল কুজুর, পীরগঞ্জ ভূমিহীন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আদিবাসী মুক্তিযোদ্ধা যোসেফ হাঁদসা, আদিবাসী প্রতিনিধি আলোতি খালকো ও শ্যামলী মার্ত্তী, আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি নুকুল পাহান প্রমুখ।

এ সময় রংপুর জেলা-উপজেলা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

]]>

Scroll to Top