সব শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের সংগ্রামের ফল জুলাই – DesheBideshe

সব শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের সংগ্রামের ফল জুলাই – DesheBideshe


সব শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের সংগ্রামের ফল জুলাই – DesheBideshe

ঢাকা, ১৬ মে – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্বও নয়। এদেশের সব শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের সংগ্রামের ফল জুলাই।’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এ মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘এ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। বাংলাদেশ হবে জনগণের। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না।’

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ মে ২০২৫



Scroll to Top