সব কলেজে চালু হবে শহীদ আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ – DesheBideshe

সব কলেজে চালু হবে শহীদ আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ – DesheBideshe

সব কলেজে চালু হবে শহীদ আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ – DesheBideshe

রংপুর, ১৫ নভেম্বর – দেশের সব কলেজে শহিদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু হবে বলে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহিদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আজ দুপুর ২টায় শহিদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। এরপর তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ও এবং শহিদ আবু সাঈদসহ সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ ছাড়া আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহিদ আবু সাঈদ এবং শহিদ মুগ্ধ’র নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সমস্ত কলেজে শহিদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, দেশের সমস্ত কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহিদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার ও আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ নভেম্বর ২০২৪



Scroll to Top