সব ইচ্ছা পূরণ করতে জান্নাতে যা যা থাকবে

সব ইচ্ছা পূরণ করতে জান্নাতে যা যা থাকবে

‘তাদের অন্তর থেকে আমরা সব বিদ্বেষ দূর করে দেব।’ (সুরা আরাফ, ৭:৪৩)

নবীজি (সা.) বলেন, ‘তাদের মধ্যে কারও মনে হিংসা থাকবে না। হৃদ্যতায় তারা একে অপরের ভাইয়ের মতো হবে। সকলে সকাল-সন্ধ্যা আল্লাহর তাসবিহ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৪৫)

জান্নাতে সবাই সেরা মানুষের সঙ্গী হবে, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎ লোকেরা। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের অনুসরণ করবে, তারা থাকবে নবী, সত্যবাদী, শহীদ ও সৎ মানুষদের সঙ্গে এবং তাঁদের সঙ্গ কতই না উত্তম!’ (সুরা নিসা, ৪: ৬৯)

সুতরাং এই দুনিয়ার সব কষ্টের বিপরীতটাই জান্নাতে থাকবে।

তাহলে জান্নাত এমন এক চিরস্থায়ী শান্তির জায়গা, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা অভাব। নিজের শ্রেষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন শুধুই ভালোবাসা, শান্তি আর পরিপূর্ণতা দিয়ে।

 [email protected]

মারদিয়া মমতাজ: শিক্ষক, গবেষক, প্রকৌশলী

Scroll to Top