সবাই মনে করে রাগী, আসলে আমি মিশুক – DesheBideshe

সবাই মনে করে রাগী, আসলে আমি মিশুক – DesheBideshe

ঢাকা, ২০ মে – দীর্ঘদিন পর আবারও উৎসবমুখর পরিবেশে মুখর হয়েছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজা। ৯ বছর পর ক্রিকেটার্স ওয়েলফেরার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পদচারনায় মুখর ছিল চারপাশ।

শনিবার (২০ মে) হোম অব ক্রিকেটে সকাল সাড়ে ১০ টায় শুরু হয় কোয়াবের বার্ষিক সাধারণ সভা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানেই নিজের বক্তৃতায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন বিসিবি বস। পাপন জানান, সবাই তাকে খুব রাগী মনে করলেও বাস্তবে তিনি অনেক মিশুক।

তিনি বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি আর বলে আমি নাকি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’

বাংলাদেশ সরকারের ইচ্ছায় ২০১২ সালে সভাপতি হয়ে বিসিবিতে আসেন পাপন। ক্রিকেট বাদেও তিনি একজন সংসদ সদস্য, তাছাড়া ঔষুধ শিল্পের সঙ্গেও সম্পৃক্ততা আছে তার। সবমিলিয়ে বেশ ব্যস্ত জীবনই পার করেন তিনি। তবে ক্রিকেটে সময় দিতে গিয়ে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারছেন না বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর কথাই বলে না বলতে গেলে।’

তিনি আরও বলেন, ‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ মে ২০২৩

Scroll to Top