বাজারে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবচে কম দামের সবজি এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোলসহ কয়েকটি সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, ডিমের দামও বেড়েছে ডজনপ্রতি ১০ টাকা করে। পাশাপাশি ব্রয়লার মুরগির দামেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
আজ ২৫ এপ্রিল শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ ঘাটতির কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। নতুন মৌসুমে চাল আসতে শুরু করায় পাইকারি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ রাজধানীর বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, চালের সরবরাহে প্রাচুর্য দেখা যাচ্ছে।
তবে গেল কয়েক দিনে চালের দাম কেজিতে ৬ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে পাইকারিতে সবচেয়ে সস্তা চাল মিলছে ৪৮ টাকা কেজিতে। তবে এই দাম কমার প্রভাব এখনো খুচরা বাজারে সেভাবে পড়েনি। খুচরা পর্যায়ে চাল এখনও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে, ফলে ভোক্তাদের মধ্যে স্বস্তির পাশাপাশি ক্ষোভও দেখা যাচ্ছে।
ভোজ্যতেলের ক্ষেত্রেও একই চিত্র। লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর পরও বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হয়নি। খুচরা বিক্রেতারা বলছেন, দাম বাড়ানো সত্ত্বেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোক্তারা সংকটে পড়ছেন। পেঁয়াজের দামেও তেমন কোনো স্বস্তি নেই। দেশি পেঁয়াজ এখনও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে, যদিও আলুর বাজারে কিছুটা স্বস্তি আছে। পাইকারিতে আলুর দাম মানভেদে ১১ থেকে ১৫ টাকা কেজি।
রমজানে বাজার তদারকিতে সরকারের দৃশ্যমান তৎপরতা থাকলেও তা ধরে রাখার দাবি জানাচ্ছেন সাধারণ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি এবং সরবরাহ স্বাভাবিক করার প্রতি জোর দিয়েছেন তারা।