সন্দেহজনক সেই আউটের তদন্ত করবে বিসিবি | চ্যানেল আই অনলাইন

সন্দেহজনক সেই আউটের তদন্ত করবে বিসিবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সন্দেহজনক একটি আউট নিয়ে চলছে সমালোচনা। যা নিয়ে সরব ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। সেই আউটের ঘটনায় তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান এবং খেলায় সততা বজায় রাখার লক্ষ্যে বিসিবি তাদের প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে। যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।

‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কিনা তা দেখতে। সবধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

বুধবার ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছে নতুন এই বিতর্ক। দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন তা নিয়ে চলছে সমালোচনা।

টিভি ফুটেজে দেখা যায়, ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট নিয়েও দ্রুত বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্টাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও হেরে যায় ম্যাচটি।

Scroll to Top